ব্যাঙ্কিং ও ফিনান্সে চাকরির জন্য আইআইটি মাদ্রাজ-ইনফ্যাক্টপ্রো পার্টনারশিপ

1 min read

আইআইটি মাদ্রাজ প্রবর্তক ফাউন্ডেশন ব্যাঙ্কিং ও ফিনান্সে ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের শিল্প-প্রাসঙ্গিক আপস্কিলিং চালু করছে। আইআইটি মাদ্রাজের উদ্যোগে ডিজিটাল স্কিলস একাডেমি ও চেন্নাইয়ের প্রধান ফিনান্স সেক্টর সার্টিফাইড প্রশিক্ষক ইনফ্যাক্টপ্রো-এর সহযোগিতায় এই কোর্সগুলি অফার করা হচ্ছে। উল্লেখ্য, এই ইনফ্যাক্টপ্রো হল- দক্ষতা উন্নয়ন মন্ত্রকের ব্যাঙ্কিং, আর্থিক পরিষেবা এবং বীমা সেক্টর স্কিল কাউন্সিলের প্রশিক্ষণ পার্টনার।

ব্যাঙ্কিংয়ে ক্যারিয়ার গড়তে ভারতের যুব সম্প্রদায় ভীষণ ভাবে আগ্রহী। এছাড়া ছোট শহর গুলিতে ব্যাংকিং এবং আর্থিক পরিষেবার চাহিদা বাড়য় প্রশিক্ষত ব্যাঙ্ক কর্মীর চাহিদাও বাড়ছে। প্রতি বছর প্রায় ৩০ লক্ষ প্রার্থী বিভিন্ন ব্যাঙ্কিং পরীক্ষায় অংশ গ্রহণ করেন। কিন্তু সঠিক প্রশিক্ষণ না থাকায় মাত্র ০.৫ শতাংশই পাস করেন। সেই কথা মাথায় রেখেই জন্য ছাত্রদের মিউচুয়াল ফান্ড, ইক্যুইটি ডেরিভেটিভস, ডিজিটাল ব্যাংকিং, সিকিউরিটিজ অপারেশন, রিক্স ম্যানেজমেন্টে  ক্যারিয়ার গড়তে এনআইএসএম, এনএসই, বিএসই এবং আইআইবিএফ দ্বারা পরিচালিত সার্টিফিকেশনের অধীন প্রশিক্ষণ দেওয়া হবে।

আইআইটি মাদ্রাজের ডাইরেক্টর এবং চেয়ারম্যান অধ্যাপক ভি কামাকোটি বলেন, এই কোর্সগুলি যুব সম্প্রদায়কে ব্যাংকিং এবং ফিনান্সে ক্যারিয়ার গড়তে সাহায্য করবে।

You May Also Like