দলগাঁও কার্জিপাড়ায় ফের বনদপ্তরের খাঁচায় খাঁচাবন্দি হলো চিতাবাঘ

1 min read

ফের বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দি হলো চিতাবাঘ।বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার জেলার দলগাঁও কার্জিপাড়া থেকে খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করলো জলদাপাড়া বনবিভাগের মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা।এদিন সকালে খাঁচাবন্দি চিতাবাঘটিকে দেখতে পেয়ে স্থানীয়রা বনদপ্তরকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত বনকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে খাঁচা বন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে আসেন।

জটেশ্বর ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধান মস্তফা আলী জানান, এলাকায় চিতাবাঘের উপদ্রব অনেক বেড়েছে।দুদিন আগে গরু বাঁধতে গিয়ে চিতার আক্রমনে একজন জখম হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।আমরা বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করি।

আমাদের আবেদনে সারা দিয়ে বন দপ্তর চিতাবাঘ ধরতে খাঁচা পাতে। সেই খাঁচায় চিতাবাঘ বন্দি হয়। তবে এলাকায় আরো চিতাবাঘ রয়েছে বলে তিনি জানান। বনদপ্তরের আধিকারিকরা জানান  বৃহস্পতিবার সকালে দলগাঁও কার্জিপাড়া এলাকায় একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছে। সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।তবে সংশ্লিষ্ট এলাকাটির উপর আমরা বিশেষ নজর রাখছি।

You May Also Like