সন্দেশখালি মামলায় পাওয়া গিয়েছে বড় তথ্যের সন্ধান

1 min read

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। অনেক প্রচেষ্টার পর অবশেষে ধরা পড়েছেন তৃণমূলের দুঁদে নেতা শেখ শাহজাহান। সন্দেশখালির বাহুবলীকে কেন্দ্রের তদন্তকারী সংস্থার হাতে তুলে দিতে হয়।

সম্প্রতি তদন্তে নেমে আরো বড় তথ্যের সন্ধান পাওয়া গিয়েছে। সামনে আসে তার বিঘার পর বিঘা জমি, দুটি বড় আকারের দামী বিলাসবহুল গাড়ি। সন্দেশখালি উত্তপ্ত হতেই গাড়িগুলি আড়াল করে দেওয়া হয় এক ঘনিষ্ঠের বাড়িতে। খবর পেয়ে শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতির বাড়িতে হানা দিয়ে তা উদ্ধার করে ইডি।

গাড়িগুলো খোলার জন্য মেকানিক ডাকতে হয় ED কে। এরপর গাড়ির লক ভেঙ্গে গাড়ি দুটি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, গাড়ি দুটিকে এখন কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গিয়েই গাড়িগুলি পরীক্ষা করা হবে।

You May Also Like