নতুন বছরে কোন দিকে এগোতে চলেছে যুদ্ধ পরিস্থিতি

1 min read

গত বছর শুরুর দিকে সূত্রপাত ঘটেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের৷ বছর ঘুরে নতুন বছর শুরু হলেও যুদ্ধ চলছে অবিরাম গতিতে৷ ইউক্রেনের মাটিতে সামরিক অভিযান চালাচ্ছে ভ্লাদিমির পুতিনের দেশ৷ গত এক বছরে বহু মৃত্যু, বহু ধ্বংস দেখেছে ইউক্রেনের মানুষ৷ নৃশংসতার সাক্ষী থেকেছে গোটা বিশ্ব৷

গ্রেট ব্রিটেনের স্ট্র্যাটেজিক স্টাডিজ ইনস্টিটিউটের সহযোগী পরিচালক মাইকেল ক্লার্ক মনে করছেন, আগামী বসন্তে ইউক্রেনের উপর নতুন করে হামলার পরিকল্পনা করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ দীর্ঘ সংগ্রামের পর দুই পক্ষেরই যুদ্ধ বিরতি প্রয়োজন। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের কাছে সামনে এগোনোর পথ অনেক বেশি প্রশস্থ৷ ইউক্রেনীয় সেনা বেশ ভালো মতোই রাশিয়ার ওপর চাপ বজায় রাখবে বলে আশা করা যায়।

পুতিন জানিয়েছেন, প্রায় ৫০ হাজার সেনা ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রে রয়েছেন। বাকি আড়াই লক্ষ সেনা যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। ইউরোপে মোতায়েন মার্কিন বাহিনীর সাবেক কমান্ডিং জেনারেল বেন হজসের মনে করছেন, কিয়েভে বিজয় কুচকাওয়াজের পরিকল্পনা করার সময় হয়নি। কিন্তু যুদ্ধের সবকিছু এখন ইউক্রেনের পক্ষে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ইউক্রেনই এই যুদ্ধে জয়ী হবে। আর তা সম্ভবত ২০২৩ সালেই হবে।

You May Also Like