পুরনিগমের উদ্যোগে ৩টি নতুন প্রকল্পের উদ্বোধন

1 min read

শহর শিলিগুড়িকে ঢেলে সাজাতে একাধিক উদ্যোগ গ্রহণ করছে এসজেডিএ। শনিবার শিলিগুড়ি পুরনিগমের ৪৩নম্বর ওয়ার্ডের প্রকাশ নগরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে ৩টি প্রকল্পের উদ্বোধন করা হয় এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিল এসজেডিএ-এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তি ও সেই এলাকার কাউন্সিলর।

এদিন প্রায় আড়াই কোটি টাকা ব্যায় করে এই ৩টি প্রকল্প গোড়ে তোলা হয়। ৪৩নম্বর ওয়ার্ডে ২কোটি টাকার রাস্তা, নিকাশি ব্যবস্থা, ভগৎ সিং মার্কেটে রুফ টপ উদ্বোধন করা হয়। এছাড়া এদিন ফলক শীলা উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র ও এসজেডিএ-এর চেয়ারম্যান।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানান, শিলিগুড়িকে উন্নয়নের পথে আরও এগিয়ে নিয়ে যেতে শিলিগুড়িকে পাখির চোখ করে এসজেডিএ নানান উন্নয়ন মূলক কাজ করছে, এছাড়া রাজ্য সরকার যে ভাবে নির্দেশ দিচ্ছে সেই ভাবেই সমস্ত কাজ চলছে।

পাশাপাশি তিনি জানান, শিলিগুড়ির নৌকা ঘাটের কাছে নতুন বাস স্ট্যান্ড নির্মাণ করা হবে, এছাড়াও শিলিগুড়ির প্রধান সমস্যা পার্কিং সমস্যা এবং এই সমস্যা থেকে শহর বাসীকে মুক্ত করতে ও রাতের বেলায় পার্কিং ব্যবস্থা আরও ভালো করতে উদ্যোগী গ্রহণ করছে এসজেডিএ। এছাড়া অর্থনৈতিক দিক থেকে দুর্বল ভাড়া বাড়িতে বসবাসকারী মানুষদের জন্য বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রায় ৪২২টি ফ্ল্যাটের নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ।

You May Also Like