শক্তি বাড়িয়ে চলেছে ভারত, S-400 মিসাইলের ট্রায়াল শুরু

1 min read

দিন প্রতিদিন নিজের শক্তি বাড়িয়ে চলেছে ভারত। শক্তি বাড়াতে সব চেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে প্রতিরক্ষা ক্ষেত্রে। এবার ভারত, রাশিয়া থেকে কেনা S-400 মিসাইলের ট্রায়ালের প্রস্তুতি নিচ্ছে। এই প্রথম ভারতীয় বায়ুসেনা এহেন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে চলেছে। এই প্রসঙ্গে প্রতিরক্ষা আধিকারিকরা জানিয়েছেন যে, ভারতীয় সেনাবাহিনী ট্রায়াল চলাকালীন রাশিয়ায় ফায়ারিং করেছিল। তবে, রাশিয়া ছাড়া অন্য কোনো দেশে এটি ফায়ারিং করা হয়নি।

আধিকারিকরা আরও জানিয়েছেন, খুব শীঘ্রই S-400 ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিকল্পনা করা হয়েছে। ফায়ারিংয়ের সময়ে আকাশে দ্রুতবেগে চলমান লক্ষ্যবস্তুর উদ্দেশ্যে স্বল্প বা মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। এই প্রসঙ্গে উর্ধ্বতন আধিকারিকরা জানিয়েছেন, S-400 এয়ার ডিফেন্স সিস্টেমে বিভিন্ন রেঞ্জের ক্ষেপণাস্ত্র রয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, S-400-এ ৪ টি রেঞ্জের ক্ষেপণাস্ত্র রয়েছে। যার মধ্যে রয়েছে ৪০, ১০০, ২০০ এবং ৪০০ কিমি রেঞ্জের ক্ষেপণাস্ত্র। মূলত, S-400 মিসাইল সিস্টেমের একটি রেজিমেন্ট ৮ টি লঞ্চার নিয়ে গঠিত। মানে ৮ টি লঞ্চিং ট্র্যাক থাকে। প্রতিটি ট্র্যাকে ৪ টি করে লঞ্চার রয়েছে। এর মানে হল ৪ টি মিসাইল নিক্ষেপ করা যাবে। অর্থাৎ, একটি রেজিমেন্টে ৩২ টি মিসাইল রয়েছে।

You May Also Like