আগামীকাল দুটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে দেশ

1 min read

বড় খুশির খবর রেল মন্ত্রকের তরফে। একই দিনে দু’টি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে ভারত। একটি যাওয়া-আসা করবে সেকেন্দ্রাবাদ এবং তিরুপতির মধ্যে। অন্যটি যাওয়া-আসা করবে চেন্নাই ও কোয়েম্বাটুরের মধ্যে। দু’টি ট্রেনেরই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আগামী ৮ এপ্রিল এই দু’টি ট্রেনের উদ্বোধন করবেন তিনি। এই বন্দে ভারত এক্সপ্রেসগুলি চলাচলের ফলে সুবিধা পাবেন তিনটি রাজ্যের রেলযাত্রীরা। তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর রেলযাত্রীরা এই ট্রেনগুলির জন্য লাভবান হবেন।

রেলের বিবৃতি অনুযায়ী, আগামী ৮ এপ্রিল সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে সেকেন্দ্রাবাদ-তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে সেকেন্দ্রাবাদ স্টেশনের পুনর্নির্মাণের শিলান্যাসও করার কথা রয়েছে তাঁর। বর্তমানে সেকেন্দ্রাবাদ থেকে তিরুপতি যেতে ১২ ঘণ্টা সময় লাগে। কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস একই দূরত্ব ৯ ঘণ্টারও কম সময়ে অতিক্রম করবে বলে দাবি রেলের। চেন্নাই-কোয়েম্বাটুর বন্দে ভারত এক্সপ্রেসটি শতাব্দী এক্সপ্রেসের রুটে চলাচল করবে বলে রেল সূত্রে খবর।

You May Also Like