এশিয়ান গেমসে মেয়েদের হকিতে শেষ চারে পৌঁছে গেলে ভারত

1 min read

মেয়েদের হকিতে সেমিফাইনালে সবিতা পুনিয়ারা। এশিয়ান গেমসে মঙ্গলবার হংকংকে ১৩ গোল দেন তাঁরা। গ্রুপ পর্বে চারটি ম্যাচে অপরাজিত থেকে সেমিফাইনালে জায়গা পাক করে ফেললেন ভারতের মেয়েরা। ছেলেরা আগেই পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে।

ভারত ছাড়া আর কোনও দল এখনও মেয়েদের হকিতে সেমিফাইনালে উঠতে পারেনি। গ্রুপ এ-তে শীর্ষ স্থান ধরে রাখার সুযোগ রয়েছে ভারতের। চার ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়া তিন ম্যাচ খেলে সাত পয়েন্ট পেয়েছে। তাদের ম্যাচ বাকি মালয়েশিয়ার বিরুদ্ধে। মালয়েশিয়া তিন ম্যাচ খেলে ছ’পয়েন্ট পেয়েছে। এই ম্যাচ মালয়েশিয়া জিতলে সেমিফাইনালে উঠবে। দক্ষিণ কোরিয়া জিতলে তারা উঠবে। তাদের কাছে সুযোগ রয়েছে শীর্ষ স্থানে ওঠার। তবে ভারতের থেকে গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া।

 জাপান এবং চিন প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। তবে এখনও একটি করে ম্যাচ বাকি তাদের। সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে তিন নম্বরে থাকা তাইল্যান্ডেরও। এই দু’টি ম্যাচের পর বোঝা যাবে কোন চারটি দল সেমিফাইনালে খেলবে।

You May Also Like