করোনাকালে যোগাভ্যাস ভিতর থেকে শক্তির জোগানদাতা’, আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা প্রধানমন্ত্রী মোদির

0 min read

করোনাভাইরাস কালের যোগাভ্যাস মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। অভ্যন্তরীণ শক্তি জোগান দানকারী শক্তির সঙ্গে মোকাবিলা করতে গিয়ে যোগাভ্যাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্তর্জাতিক যোগ দিবসে জাতির উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে বলেছেন যোগাভ্যাস নেতিবাচক থেকে ইতিবাচক , ক্লান্তি থেকে শক্তি পথপ্রদর্শনকারী।

সোমবার, ২১ জুন পূর্ব নির্ধারিত সময় মতোই ভোর সাড়ে ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি।তিনি বলেছেন, যখন কোভিড আছড়ে পড়েছিল, তখন কোনও দেশই প্রস্তুত ছিল না। যোগাভ্যাস এই ভাইরাসের মোকাবেলা করার শক্তির যোগান দেয় এবং প্রথমসারির করোনার যোদ্ধারা আমাকে বলেছেন, যোগাভ্যাস তাঁদের এই শক্তি দিয়েছে।

মোদির দাবি করোনাকালের যোগাসনের প্রতি মানুষের ঝোঁক আরওবৃদ্ধি পাচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে যোগের প্রতি ভালোবাসা মানুষের আরও প্রকট হচ্ছে। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যোগাসনের ফলে মানুষের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ছে আর আমরা দেখছি যে বিভিন্ন অনলাইন অনলাইন ক্লাসের শুরুতেও শ্বাসের ব্যায়াম ও যোগাসন করানো হচ্ছে। যার ফলে বাচ্চাদের অনেক সুবিধে হবে করোনা মোকাবিলা করতে।

সোমবার, ২১ জুন ২০২১, সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস। প্রধানমন্ত্রী হিসাবে তাঁর প্রথম রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনের বক্তৃতাতেই আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রস্তাব দিয়েছিলেন মোদি। সে সময় ১৭৭টি দেশ তাঁর আনা প্রস্তাবে সমর্থন করেছিল।

You May Also Like