আবারো চিনকে কড়া জবাব দিল ভারত

1 min read

বরাবরই তিক্ততার সম্পর্ক চীন ও পাকিস্তানের সাথে ভারতের। দুই শত্রু দেশ উস্কানি দিলে বা ভারতের দিকে কু-নজর দিলে তাদের যে ছেড়ে কথা বলা হবে না, সেই বার্তা দিল নয়াদিল্লি। এবার চিনকে আরও কড়া বার্তা দিল নয়াদিল্লি। সীমান্তে ১২০টি ‘প্রলয় মিসাইল’ মোতায়েন করার ব্যাপারে অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। চিন সীমান্তে সেগুলিকে মোতায়ন করা হবে। মিসাইলগুলি ১৫০ থেকে ৫০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম।

প্রয়াত বিপিন রাওয়াত যখন দেশের সেনাপ্রধান ছিলেন তখন এই মিসাইল তৈরির কাজ শুরু হয়েছিল। গত বছরের ২১ এবং ২২ ডিসেম্বর সেগুলির পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্ট সদর্থক হলে এরপরই মিসাইলগুলিকে বাহিনীতে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া ‘প্রলয় মিসাইল’ প্রথমে বায়ুসেনা এবং পরে সেনায় অন্তর্ভুক্ত করা হবে। এই মিসাইল ঘন্টায় ২০০০ কিলোমিটার গতিতে যেতে পারে।

স্বাভাবিকভাবেই এই মিসাইল মোতায়েন করে চিনকে উপযুক্ত জবাব দিতে ভারত যে প্রস্তুত রয়েছে, সেই কড়া বার্তা বেজিংকে দিল নয়াদিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিভিন্ন সময়ে বারবার বলেছেন ভারত সব সময় শান্তি চায়। ভারত ভাল করেই জানে যে চিন এভাবে সীমান্ত অঞ্চলে উস্কানি দিতেই থাকবে। তাই ভারত যেভাবে ১২০টি ‘প্রলয়’ মিসাইল সীমান্তে মোতায়েন করতে চলেছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

You May Also Like