টোটোকে নিয়ন্ত্রণে আনতে পুরসভার নয়া উদ্যোগ

1 min read

শহরে টোটোকে নিয়ন্ত্রণে আনতে পুরসভার নয়া উদ্যোগ। টোটো চালকদের আই কার্ড বারকোড সিস্টেম চালু করা হলো জলপাইগুড়ি পুরসভার তরফে। টোটো চালকদের সুবিধার্থে শহরে এই প্রথম টোটো চার্জিং স্টেশন এর পাশাপাশি শহরে পার্কিং জোনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান পুরসভার ভাইস-চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী।

এক একজন মালিক একাধিক টোটো কিনে টোটো ভাড়া দিচ্ছে। জলপাইগুড়ি শহরে অবৈধ টোটো রুখতে বিশেষ উদ্যোগ জলপাইগুড়ি পুরসভার। জলপাইগুড়ির পুরভবনে বামপন্থী এবং তৃনমূল পন্থী দুই টোটো ইউনিয়নেরর সাথে বৈঠকে বসেন জলপাইগুড়ি পুরসভা। উপস্থিত ছিলেন, চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো সহ জলপাইগুড়ি ট্রাফিক ওসি বাপ্পা সাহা সহ অন্যান্যরা। সেখান থেকে জলপাইগুড়ি পুরসভা এবং চারটি গ্রাম পঞ্চায়েতে এলাকার টোটোদের ডিজিটাল পরিচয় পত্র প্রদান করার কথা ঘোষণা হয়। পরিচয় পত্র ছাড়া বাইরের টোটো যদি শহরে ঢোকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় পুরসভার তরফে।

You May Also Like