Tata Motors ৫০টি ম্যাগনা বাসের অর্ডার দিল বিজয়ানন্দ ট্রাভেলস

1 min read

বিজয়ানন্দ ট্রাভেলস থেকে ১৩.৫-মিটার ৫০টি ম্যাগনা বাসের অর্ডার পেয়েছে ভারতের শীর্ষস্থানীয় বাণিজ্যিক যানবাহন প্রস্তুতকারক সংস্থা Tata Motors। অত্যাধুনিক ম্যাগনা বাসগুলি, তাদের উন্নত ডিজাইন এবং উন্নত বৈশিষ্ট্যর জন্য পরিচিত। বলাবাহুল্য, BS6 ডিজেল ম্যাগনা বাসগুলি আন্তঃনগর পরিবহন সেক্টরে আরাম, জ্বালানী দক্ষতা এবং নির্ভরযোগ্যতার একটি মানদণ্ড সেট করেছে। উল্লেখ্য,  Tata-র এই ম্যাগনা বাসটি ৪ বছর / ৪ লক্ষ কিলোমিটারের ওয়ারেন্টি প্রদান করে। 

Tata Motors-এর এই ম্যাগনা বাসটিতে ফিউচার কামিন্স 6-সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা একটি ব্যতিক্রমী কর্মক্ষমতা প্রদান করে।  যাত্রীদের স্বাচ্ছন্দে নিশ্চয়তা প্রদানের জন্য রয়েছে প্যারাবোলিক লিফ-স্প্রিং এবং রিয়ার এয়ার সাসপেনশন।

এছাড়াও উন্নত পরিষেবা প্রদানের জন্য ম্যাগনায় গিয়ার শিফট অ্যাডভাইজার এবং টাটা মোটরসের ফ্লিট এজ কানেক্টিভিটি সিস্টেমের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।     

You May Also Like