মনের ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে দরিদ্রতাকে জয় করলো জলপাইগুড়ির উষসী

1 min read

মনের ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে দরিদ্রতাকে জয় করলো জলপাইগুড়ির পাতকাটা কলোনীর বাসিন্দা উষসী দাস। এবারের মাধ্যমিক পরীক্ষায় ৫২৬ নম্বর পেয়ে পরিবার ও স্কুলের মুখ উজ্জ্বল করলো উষসী দাস। বাবা উত্তম দাস পেশায় ক্ষুদ্র ব্যাবসায়ী। তার এক মাত্র মেয়ে উষসী দাস। সে ছোট বেলা থেকেই রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে ভালভাবে  পড়াশোনা করে আসছে।

এবারের মাধ্যমিক পরীক্ষায় এত ভালো রেজাল্ট করবে সে নিজেও ভাবতে পারেনি। তার পড়াশোনার পেছনে মা, বাবা, স্কুল শিক্ষিকা ছাড়া কোনো রকম প্রাইভেট টিউটর ছিল না বলে জানায় সে। তার প্রিয় হবি ছবি আঁকা এবং গান গাওয়া। এবারের মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর বাংলা- ৯০, ইংরেজি -৬৬, গনিত -৬০, ভৌতবিজ্ঞান ৬৩,জীবন বিজ্ঞান -৮৩, ইতিহাস -৭৪, ভুগোল- ৯০। এ বিষয়ে উষসী দাস বলে, আমি সায়েন্স নিয়ে পড়তে চাই।এবং আগামীতে একজন ভালো শিক্ষিকা হতে চাই।কিন্তু তার পরিবারের আর্থিক ক্ষমতা সে বিষয়ে কতটা সাধ দেবে সেটাই চিন্তার বিষয়।

উষসীকে প্রতিদিন বিদ্যালয়ে পৌঁছানোর এক মাত্র ভরসা তার বাবা আর তার বাবার সাইকেল। সেই সাইকেলে চেপে এদিনোও স্কুলে আসেন মার্কশিট সংগ্রহ করতে। মেয়ের পড়াশোনার বিষয়ে বাবা উত্তম দাস বলেন, ছোট বেলা থেকে ওর মা ওকে বাড়িতে গাইড করে এসছে। এর পাশাপাশি স্কুলের দিদিমনিদের সহযোগিতা যথেষ্ট পেয়েছে ও। যার দরুন উষসী ভাল রেজাল্ট করেছে। আগামীতে ও আরও ভালো রেজাল্ট করুক সেটাই চাই।

You May Also Like