নিয়োগ দুর্নীতি নিয়ে বড় নির্দেশ বিচারপতির

0 min read

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় ফের বড় নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

হাইকোর্টে ২০১৬ সালের প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় এক শুনানি ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। কড়া নির্দেশ দিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, আগামী দু’সপ্তাহের মধ্যে এই তথ্য জমা দিতে হবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিকে। রাজ্যের জেলাভিত্তিক ‘কাট অফ’ মার্কসের তথ্য সহ প্রতিটি জেলায় জাতিগত, ক্যাটেগরি ভিত্তিক, মিডিয়াম অনুযায়ী সর্বশেষ নিয়োগপ্রাপক দের নম্বরের সম্পূর্ণ তথ্য আদালতে দিতে হবে।

উল্লেখ্য, ২০১৬ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় মোট চাকরি পেয়েছিলেন ৪২,৫০০ জন পরীক্ষার্থী। আর এবার তদন্তের গভীরে পৌঁছতেই জেলাভিত্তিক তথ্য তলব করল হাইকোর্ট, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

You May Also Like