মিজোরামে অনুষ্ঠিত হয়ে গেল রাউন্ড টেবিল বৈঠক

1 min read

উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রক, ইনড্রস্ট্রি পার্টনার FICCI, নলেজ পার্টনার EY এবং ইনভেস্টমেণ্ট  পার্টনার ইনভেস্ট ইন্ডিয়ার সহযোগিতায় উত্তর-পূর্ব ভারতে ব্যবসা সম্প্রসারণের স্বার্থে রাউন্ড টেবিল বৈঠক আয়োজন করেন মিজোরাম সরকার। উল্লেখ্য, এই রাউন্ড টেবিল হল  উত্তর-পূর্ব গ্লোবাল ইনভেস্টরস সামিটের জন্য গঠিত একটি রাউন্ড টেবিল সিরিজের অংশ।

যেখানে ব্যবসা সম্প্রসারণের জন্য দেশের বিভিন্ন প্রান্তের বিনিয়োগকারীরা বিনিয়োগ করেন। উত্তর-পূর্ব বাণিজ্য প্রসারের লক্ষে চলতি বছরের শেষে নয়াদিল্লিতে রাউন্ড টেবিলের প্রধান বৈঠকটি অনুষ্ঠিত হবে। মিজোরামে অনুষ্ঠিত এই রাউন্ড টেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা।

এছাড়াও উপস্থিত ছিলেন মিরোরাম স্টেট প্ল্যানিং বোর্ডের ভাইস চেয়ারম্যান এইচ. রামমাউই, মিজোরাম সরকারের পর্যটন বিভাগের যুগ্ম সচিব ভি. লালেংমাওইয়া এবং উপ-পরিচালক রোনাল্ড লালছুয়ানাউমা ও পরিচালক,  শিল্প-বাণিজ্য বিভাগ সহ অন্যান্য বিভাগের সেক্রেটারিরা। দেশ ব্যাপী প্রায় ১০০ জনেরও বেশি ব্যবসায়ী ও প্রতিনিধিরা এই  রাউন্ড টেবিল বৈঠকে অংশ গ্রহণ করেন।

You May Also Like