দেশবাসীর কথা মাথায় রেখে বড় সুখবর কেন্দ্র সরকারের তরফে

1 min read

সাধারণ মানুষের কথা চিন্তা করে বড় সুখবর কেন্দ্র সরকারের তরফে। GST কাউন্সিলের একের পর এক বড় সিদ্ধান্ত সামনে এসেছে। মিলেটের আটার খাবার থেকে GST একধাক্কায় কমিয়ে ১৮ শতাংশ থেকে একেবারে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

মূলত, সাধারণ মানুষের কাছে যাতে পুষ্টিকর খাবার সহজেই পৌঁছতে পারে সেকারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, বাজরা থেকে প্রাপ্ত আটার ক্ষেত্রে GST কমিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সরকার মিলেটের ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে জোর দিচ্ছে।

তবে, GST কমিয়ে দেওয়ার তালিকা এখানেই শেষ নয়। পাশাপাশি গুড় সহ ডিসটিলড অ্যালকোহল অর্থাৎ পাতন প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত অ্যালকোহল থেকেও GST লাঘব করা হয়েছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অবশ্য জানিয়েছেন যে, যদি রাজ্য এতে কর বসাতে চায় সেক্ষেত্রে তা করতে পারে। পাশাপাশি চাইলে কর মকুবও করতে পারে।

You May Also Like