মিরেই অ্যাসেট-এর ‘এম.স্টক’

1 min read

ফিনান্সিয়াল সার্ভিসেস ইন্ডাস্ট্রিতে অন্যতম গ্লোবাল লিডার ‘মিরেই অ্যাসেট’ (Mirae Asset) গত এপ্রিল মাসে লঞ্চ করেছিল ‘এম.স্টক’ (m.Stock)। ‘এম.স্টক’ হল ক্যাপিটাল মার্কেটে ইকুইটি, ফিউচার্স অ্যান্ড অপশনস, কারেন্সিস, ইটিএফ ইত্যাদিতে ট্রেডিং ও ইনভেস্টমেন্টের একটি স্টেট-অফ-দ্য-আর্ট প্লাটফর্ম। লঞ্চের ৬ মাসের মধ্যে ‘এম.স্টক’ ১.২৫ কোটি ট্রেড সম্পন্ন করেছে, যার ফলে টার্নওভার দাঁড়িয়েছে ২০০০০ কোটিতে।

মোবাইল ও ওয়েব-বেসড ট্রেডিং প্লাটফর্মে উপলব্ধ ‘এম.স্টক’ প্রতি ৩০ সেকেন্ডে ১ জন করে ক্লায়েন্ট যোগ করে চলেছে। এথেকেই বোঝা যায়, ‘এম.স্টক জিরো ব্রোকারেজ অ্যান্ড নো কমিশন’ মডেল কিরকম গ্রহণযোগ্য হয়ে উঠেছে।  বর্তমানে সবরকমের গ্রাহকদের কাছে ‘এম.স্টক’ হল অন্যতম ‘বেস্ট-ইন-ক্লাস’ প্লাটফর্ম।

‘মিরেই অ্যাসেট’-এর ‘এম.স্টক’ অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য দরকার হয় ৯৯৯ টাকা, যার বিশেষত্ব হল ‘জিরো ব্রোকারেজ’, ‘নো প্লাটফর্ম ফি’, ‘লাইফটাইম প্লেজ ফ্যাসিলিটি’সহ ‘ওয়ান-টাইম অ্যাকাউন্ট ওপেনিং স্ট্রাকচার’। এর ইনভেস্টমেন্ট অপশনগুলিতে রয়েছে স্টকস, এফ-অ্যান্ড-ও, কারেন্সি, আইপিও ও ইটিএফ।

You May Also Like