নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি এড়াতে বড় সিদ্ধান্ত পর্ষদের

1 min read

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যেই নেওয়া হচ্ছে টেট৷ পরীক্ষা শেষে শুরু হবে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ৷ ডিসম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই ইন্টারভিউ নেওয়ার পরিকল্পনা রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের৷ নিয়োগ দূর্নীতি এড়াতে কেন্দ্রীয় ভাবে একটি জায়গাতেই চাকরি প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। জেলা শিক্ষা সংসদের অফিসে নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে বলে পর্ষদ সূত্রে খবর৷

জানা গিয়েছে, এইজন্য আইন দফতরের সঙ্গে আলোচনা করে তাদের সম্মতি নিতে হবে৷ সম্মতি মিললে চূড়ান্ত ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হবে৷ উল্লেখ্য এতদিন জেলা শিক্ষা সংসদের অফিসগুলিতে ইন্টারভিউয় নেওয়া হত৷ তাতে একাধিক গড়মিল হয়েছে বলে অভিযোগ ওঠার পরেই পর্ষদ এই সিদ্ধান্ত নিতে চলেছে বলে মনে করা হচ্ছে। শিক্ষা সংসদগুলির ক্ষমতা খর্ব করে কেন্দ্রীয়ভাবেই ইন্টারভিউ নিতে চায় পর্ষদ৷ সেক্ষেত্রে অঞ্চল ভাগ করে ইন্টারভিউ নেওয়া হতে পারে৷

You May Also Like