বড়সড় সিদ্ধান্ত পর্ষদের তরফে

1 min read

পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকও। পরীক্ষা চলবে ২৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই আবহেই নতুন ঘোষণা, ছুটির দিনে করতে হবে মাধ্যমিকের উত্তরপত্রের মূল্যায়ন। মধ্যশিক্ষা পর্ষদ সেই জন্য চার দিন ছুটি দিচ্ছে মাধ্যমিকের এক্সামিনার ও হেড এক্সামিনারদের।

মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, যেহেতু এক্সামিনার ও হেড এক্সামিনারদের ছুটির দিনে কাজ করতে হবে, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চার দিন অতিরিক্ত ছুটি দেওয়ার। নির্দিষ্ট সময়ের মধ্যে তারা এই চারটি ছুটি নিতে পারবেন।

তবে সরকারি খাতায় এই চারটি ছুটির দিন থাকায় অতিরিক্ত চারদিন ছুটি পাবেন তারা। মধ্যশিক্ষা পর্ষদের অ্যাড-হক কমিটির সভাপতি এই আবহে শিক্ষকদের চারটি অতিরিক্ত ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিলেন।

You May Also Like