বড় ঘোষণা মমতা সরকারের

1 min read

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। বাংলার শাসকদলের অভিযোগ একাধিক প্রকল্পে বাংলার টাকা আটকে রেখেছে মোদী সরকার।

কেন্দ্রীয় বকেয়ার দাবিতে রেড রোডে অম্বেডকর মূর্তির সামনে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই এবার বিরাট ঘোষণা। মমতার ঘোষণা, বাংলার গরিব মানুষদের আর বঞ্চিত হবে না। বঞ্চিতদের ১০০ দিনের সব টাকা দেবে রাজ্য।

মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, কেন্দ্রের কাছে আর ভিক্ষা নয়, আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে ২১ লক্ষ বঞ্চিতকে টাকা দেবে খোদ মমতা সরকার।’’ প্রসঙ্গত, এর আগে ১০০ দিনের বকেয়া টাকা আদায়ে লড়াইয়ে নেমেছিলেন অভিষেক। সাংসদেরও প্রতিশ্রুতি ছিল কেন্দ্র টাকা না দিলে রাজ্যই টাকা দেবে। আর এদিন সেই ঘোষণাই করে দিলেন মুখ্যমন্ত্রী।

You May Also Like