তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারম্যান ঘোষণা, দিল্লি সফরের আগেই নতুন দায়িত্বে মমতা!

1 min read

দিন কয়েকের মধ্যেই দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগেই তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন ঘোষণা করা হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ৭ বারের সাংসদ। তাঁর সংসদীয় রাজনীতির জ্ঞান অসীম। তাঁর সেই অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। তাই সর্বসম্মতিক্রমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের সংসদীয় কমিটির চেয়ারম্যান ঘোষণা করা হল।’

অপর সাংসদ সুখেন্দশেখর রায় বলেন, বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটির একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকেই সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গ্রহণ করা হয়। সংসদীয় দলের সমস্ত সদস্য মিলে ঐক্যবদ্ধ ভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় দলের সভানেত্রী যেমন রয়েছেন, তেমনই তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সনের দায়িত্বও তাঁর হাতেই থাকবে।

You May Also Like