পরীক্ষার্থীদের কথা ভেবে এবার বড় সিদ্ধান্ত মমতার

1 min read

শুরু হয়েছে নতুন বছর। এবার পালা শুরু পরীক্ষা পর্বের। বলতে গেলে হাতে বাকি মাত্র আর কিছুদিন। এই মুহূর্তে জোর কদমে প্রস্তুতি নিতে ব্যস্ত পড়ুয়ারা। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীরা রীতিমত যুদ্ধকালীন তৎপরতায় চালাচ্ছে প্রস্তুতি। অন্যদিকে WBCS এবং WBPS পরীক্ষা নিয়ে বড়সড় মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পড়ুয়া মহলের একাংশের দাবি মেনে তিনি জানান, ‘WBCS এবং WBPS থেকে উর্দু এবং সাঁওতালি ভাষা সংযোজিত করা হল।’ উল্লেখ্য, বিগত বেশকিছুদিন ধরেই পড়ুয়া মহলের একাংশ দাবি তুলেছিল, আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দেওয়া হোক। আর এবার সেই দাবিকেই আনুষ্ঠানিকভাবে স্বীকৃত দিল রাজ্য সরকার।

গত বছরের পরীক্ষায়, রাজ্যের বহু পরীক্ষার্থীই অংশ নিয়েছিলেন। এমন পরিস্থিতিতে, রাজ্যের কোনও পরীক্ষার্থীই যাতে ভাষার জন্য আটকে না যায় সেই বিষয়টা নিশ্চিত করতেই উর্দু এবং সাঁওতালি ভাষাকেও যুক্ত করা হয়েছে। সেই সাথে হিন্দি ভাষারও সংযোজন করা হল বলে জানিয়েছেন তিনি।

You May Also Like