শিলিগুড়ি বিবেকানন্দ ক্লাবের থিম এবছর ঐতিহাসিক “ডোকরা”

Estimated read time 0 min read

শিলিগুড়ি বিবেকানন্দ ক্লাবের ৭৫ তম বর্ষের শ‍্যামা পূজোতে থিম ঐতিহাসিক “ডোকরা” শিল্পের মন্ডপ। এবছর শিলিগুড়ি বিবেকানন্দ ক্লাবের ৭৫তম বর্ষ,এই বছরকে স্বরণীয় করে রাখতে শ‍্যামা পূজা দিয়ে শুরু করে সারা বছর নানান সামাজিক কাজ ও নানান প্রতিযোগীতামূলক খেলাধুলার মধ‍্য দিয়ে পালন করা হবে।

আজ বিবেকানন্দ স্কুল মাঠে পূজো মন্ডপে এক সাংবাদিক বৈঠকে ক্লাব সভাপতি পিযুষ কান্তি ঘোষ,সম্পাদক নিলয় চক্রবর্তী ছাড়াও দুই পূজো কমিটির সম্পাদক ও অন‍্যান‍্য সদস‍্যরা উপস্থিত থেকে জানান,চলতি বছর ক্লাবের “হীরকজয়ন্তী”কে স্বরণীয় করে রাখতে সারা বছর নানান সামাজিক কাজ হাতে নেওয়া হয়েছে।

ক্লাব সম্পাদক নিলয়বাবু জানান, ঐতিহাসিক “ডোকরা” শিল্পকে চির স্বরণীয় করে রাখা এবং সাধারণ মানুষের মধ্যে এই শিল্পের ঐতিহ্য তুলে ধরাই তাদের মূল উদ্দেশ্য।এছাড়াও নিলয়বাবু আরো জানান, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিল্পী গৌরাঙ্গ কুইলা এই মন্ডপ সাজাবার দায়িত্বে আছেন। আগামী ২২ তারিখ বাংলা তথা হিন্দি চলচিত্রের অভিনেত্রী পাওলি দাম সূচনা করবেন তাদের মন্ডপের।

You May Also Like

More From Author