প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল প্রাক্তন শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠ মানসীকে

0 min read

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরমাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বর্তমান ঠিকানা প্রেসিডেন্সি জেল। এবার প্রতারণার অভিযোগে কোলাঘাটের তৃণমূল নেতা অতনু গুছাইতের স্ত্রী মানসী গুছাইতকে গ্রেফতার করল তমলুক থানার পুলিশ।

গুছাইতদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন তমলুকের বাসিন্দা বিকাশ বেরা৷ অভিযোগ, অতনু গুছাইত, তার ভাই শান্তনু গুছাইত এবং অতনুর স্ত্রী মানসী গুছাইত তাঁর কাছ থেকে ৫০ লক্ষ টাকা নিয়েছেন। তাঁর কাছে বাড়ি বিক্রি করেছিলেন অতনুরা। অভিযোগ, বাড়ি বিক্রির পুরো টাকা মিটিয়ে দেওয়ার পরেও কিছুতেই বাড়ির রেজিষ্ট্রেশন করছিলেন না অতনু। বিকাশ জানতে পারেন, ওই বাড়িটি আগে থেকেই সমবায় ব্যাঙ্কের কোলাঘাট শাখায় বন্ধক রয়েছে। এরপর টাকা ফেরত দেওয়ার জন্য অতনুদের উপর চাপ দিলে, বিকাশকে চারটি চেকে ৫০ লক্ষ টাকা ফেরত দেন অতনু। কিন্তু সবকটি চেকই বাউন্স করে।

এর পরেই আদালতের দ্বারস্থ হন তিনি৷ মানসী হলেন অতনু গুছাইতের স্ত্রী৷ তিনি পাঁশকুড়ার একটি হাইস্কুলে ইতিহাস পড়ান৷ বরাবরই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি। শিক্ষা দফতরের বিষয়ে অনেক খবরও থাকত তাঁর কাছে৷ থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়৷ স্কুলে আসার পরই তাঁকে গ্রেফতার করে তমলুক থানার পুলিশ৷ আর্থিক প্রতারণা, বিশ্বাসভঙ্গ–সহ একাধিক ধারায় মানসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

You May Also Like