ভেটের জঞ্জালের দুর্গন্ধের সমস্যা সমাধানে নামলেন খোদ মেয়র গৌতম দেব

0 min read

শনিবার শিলিগুড়ি পুরসভার “টক টু মেয়র” অনুষ্ঠানে ২১ নম্বর ওর্য়াডের রবীন্দ্রনগর এলাকার এক বাসিন্দা অভিযোগ করেন তাঁর বাড়ির গেটের সামনে একটি ভেট পুরনিগম থেকে বসিয়েছে। সেই ভেটের জঞ্জালের দুর্গন্ধে থাকা দায় হয়ে পরেছে। এবং সাথে রাস্তার ধারে থাকা জলের কল দিয়ে জল কম পরছে।

এই অভিযোগের পর মেয়র গৌতম দেব জানিয়েছিলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি দেখবেন। সেই মতো সোমবার পুরসভার ২১ নম্বর ওর্য়াডের সেই জায়গায় গিয়ে বিষয়টি দেখে জানান আপাতত এই ভেট এখান থেকে সরানো যাবে না। গৌতমবাবু বাড়ির মালিকের সঙ্গে কথা বলে জানান দু এক দিনের মধ্যে এলাকার নাগরিকদের সাথে নিয়ে একটি সভা করা হবে। সেখানে নাগরিকদের জানানো হবে সকলে যেন ভেটের ভেতর নোংরা আবজর্না ফেলেন। এই সমস‍্যা থেকে মুক্ত করতে অল্প কিছু দিনের মধ্যে রাস্তায় আরও তিনটি বড়ো গাড়ি নামবে নোংরা তোলার জন‍্য। সেটা হয়ে গেলে এই সমস্যা সমাধান হয়ে যাবে।

You May Also Like