এমএসডিই-এর তরফে ৮০ জনকে শংসাপত্র প্রদান দিল্লীতে

1 min read

ভারত সরকারের (GoI) দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক (MSDE)-এর সচিব, শ্রী অতুল কুমার তিওয়ারীর উপস্থিতিতে, ৮০ জন প্রার্থীকে স্বাস্থ্যসেবা সেক্টর স্কিল কাউন্সিলের শংসাপত্র দেওয়া হলও ২২ নভেম্বর।এসবিআই কার্ডস ইন্ডিয়া লিমিটেডের CSR তহবিলের সাহায্যে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। উপস্থিত ছিলেন এইচএসএসসি-এর সিইও শ্রী আশীষ জৈন, এনএবিএইচ-এর সিইও ডঃ অতুল মোহন কোছার, এনসিভিইটি-র কার্যনির্বাহী সদস্য ডঃ বিনীতা অগ্রবাল, এসবিআই কার্ডের ইভিপি মিসেস অনিতা সোন্টুমাইরা, মেডিকেল অ্যাডভাইসরি কমিটির চেয়ারম্যান ডাঃ রবি গৌর, Fabtex Pvt.  লিমিটেডের পরিচালক মিঃ হর্ষ চামারিয়া প্রমুখ।

জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট (জিডিএ – অ্যাডভান্স), ফ্লেবোটোমিস্ট, মেডিক্যাল ড্রেসার এবং অন্যান্য কাজের দায়িত্বের জন্য আসামের সাদিয়া, শিলচর এবং হরিয়ানার গুরগাঁও-এ মোট ৩৬০ জন আবেদনকারীকে এই প্রশিক্ষণ দেওয়া হয়।৭০%-এরও বেশি অংশগ্রহণকারী দেশব্যাপী কাজ পেয়েছে।শ্রী অতুল কুমার তিওয়ারি শিক্ষার্থীদের ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্ক স্কিমের অধীনে ক্রেডিট পয়েন্ট সংগ্রহ করে তাদের শিক্ষা অর্জন চালিয়ে যেতে বলেছেন।

এছাড়া শিক্ষার্থীদের স্কিল ইন্ডিয়া ডিজিটাল পোর্টাল ডাউনলোড করে ডিজিটাল লার্নিংয়ে গুরুত্ব দিতে ও জবএক্স পোর্টালে রেজিস্ট্রেসন করে সকলকে তাদের দাবি জানাতে বলেছেন।এছাড়াও তিনি শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে মনোনিবেশ করার পরামর্শ দেন। রোগীদের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য তা জরুরি।মাননীয় সচিব স্কিল ইন্ডিয়ার ইন্ড্রাস্টিয়াল পার্টনারদের অবদান ও হেলথকেয়ার সেক্টর স্কিল কাউন্সিল (এসএসসি)-এর কাজের প্রশংসা করেন।

You May Also Like