বালাসোরের দুর্ঘটনা সামলে ওঠার আগেই ফের লাইনচ্যুত একাধিক বগি

0 min read

সম্প্রতি দেশে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। গত শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। থরে থরে সাজানো রয়েছে মৃতদেহ। নিঃস্ব হয়ে গেছে অসংখ্য পরিবার। প্রাণ হারায় ২৭৫ জন। এরই মাঝে সেই ওড়িশাতেই ফের দুর্ঘটনা।

ওড়িশার বারগড় জেলায় আরেকটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। জানা গিয়েছে, বারগড়ে চুনাপাথর বহনকারী একটি পণ্যবাহী ট্রেনের বেশ কয়েকটি ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিভাবে ফের লাইনচ্যুত হল ট্রেন! তদন্ত করতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

জানা গিয়েছে, ট্রেনটি সম্পূর্ণভাবে একটি প্রাইভেট সিমেন্ট কোম্পানির ন্যারো গেজ সাইডিং। ইস্ট কোস্ট রেলওয়ে জানিয়েছে, রোলিং স্টক, ইঞ্জিন, ওয়াগন এবং ট্রেন ট্র্যাক (ন্যারো গেজ) সহ সমস্ত পরিকাঠামো কোম্পানি দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। এটি ভারতীয় রেল ব্যবস্থার সঙ্গে সংযুক্ত নয়। এই বিষয়ে রেলওয়ের কোনও ভূমিকা নেই বলে ইস্ট কোস্ট রেলওয়ে সূত্রে জানানো হয়েছে।

You May Also Like