আগামী মাসেই রাজ্যে আসছেন নাড্ডা

1 min read

দিন প্রতিদিন রাজ্যে খারাপ হচ্ছে গেরুয়া শিবিরের পরিস্থিতি। একের পর এক দল ছেড়ে যুক্ত হচ্ছে রাজ্যের শাসক শিবিরে। ধসের মুখে গেরুয়া শিবির। গোষ্ঠীদ্বন্দ্ব, বঙ্গ বিজেপির একের পর এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের দলত্যাগ এবং সর্বোপরি দলের অন্দরে কোন্দল, সবমিলিয়ে যখন কার্যত টালমাটাল অবস্থা বাংলার পদ্ম শিবিরের তখনই দলীয় কর্মী এবং নেতাদের মনোবল এবং আত্মবিশ্বাস বাড়াতে ফের রাজ্যে আসার সিদ্ধান্ত নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

জানা যাচ্ছে আগামী মাস অর্থাৎ জুনের প্রথম সপ্তাহেই দু’দিনের সফরে বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তার এই দুদিনের বঙ্গ সফরে তাঁর একগুচ্ছ দলীয় কর্মসূচি রয়েছে বলেও বিজেপি সূত্রে খবর। যদিও এখনও পর্যন্ত বিজেপির সর্বভারতীয় সভাপতির বাংলা সফর সম্পর্কিত চূড়ান্ত কার্যাবলী স্থির হয়নি এবং এই বিষয়ে দলের তরফ থেকে সরকারিভাবেও কিছু জানানো হয়নি তবে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর আগামী ৭ এবং ৮ জুন বাংলায় থাকার কথা জে পি নাড্ডার।

বিজেপি সূত্রে খবর নাড্ডার এই সফর থেকেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ও ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করবে বঙ্গ বিজেপি। সেই লক্ষ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতির বঙ্গে আগমন। এছাড়াও দু দিনের এই সফরে রাজ্যের বেশকিছু নেতার সঙ্গেও তাঁর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। একাধিক সাংগঠনিক বৈঠকের সম্ভাবনাও রয়েছে তাঁর এই দুদিনের সফরে। এছাড়াও শোনা যাচ্ছে দলের সাংবিধানিক পরিস্থিতি খতিয়ে দেখতে এবং বুথ সশক্তিকরণের অংশ হিসেবে দলের সাংসদ ও বিধায়কদের নতুন কিছু দায়িত্ব দিতেই বাংলায় আসছেন নাড্ডা।

উল্লেখ্য আগামী পঞ্চায়েত নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে বিজেপির প্রত্যেক সাংসদকে ১০০টি করে বুথে দলীয় সংগঠন শক্তিশালী করার দায়িত্ব দেওয়ার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতির। একইভাবে বিধায়কদের দেওয়া হবে ২৫টি করে বুথের দায়িত্ব। এইভাবেই পদ্ম বাহিনী গোটা দেশজুড়ে বিজেপি বুথ সশক্তিকরণ অভিযান পালন করছে। তারই অংশ হিসেবে নাড্ডা সাংসদ এবং বিধায়কদের নতুন করে বুথে বুথে ঘোরার দায়িত্ব দিয়ে যাবেন বলে বিজেপি সূত্রে খবর।

অন্যদিকে জানা যাচ্ছে, মুখে প্রকাশ না করলেও বিজেপির অন্দরে যে বড়োসড়ো একটা ফাটল ধরেছে তো বঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় নেতারাও বেশ ভালই বুঝতে পারছেন। আর তাই দলের নেতাকর্মীদের মনোবল বাড়াতে আগামীতে শুধু জেপি নাড্ডা নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনকি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীরও রাজ্যে আগমনের সম্ভাবনা রয়েছে বলে খবর। ইতিমধ্যেই এই প্রসঙ্গে দিল্লি নেতাদের কাছে অনুরোধ জানিয়েছেন বঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

You May Also Like