অল্পের জন্য রক্ষা, কেরলে লাইনচ্যুত ট্রেন

1 min read

সম্প্রতি দেশে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। থরে থরে সাজানো ছিল মৃতদেহ। নিঃস্ব হয়ে গেছে অসংখ্য পরিবার। এরমধ্যে ফের একবার ট্রেনের লাইনচ্যুত হয়েছে কেরলে। তিরুপতি-তিরুবনন্তপুরম ট্রেনটি লাইনচ্যুত হয়েছে তিরুপতি স্টেশনে।

এই ট্রেনের এটিই ছিল অন্তিম স্টেশন। কিন্তু তিরুপতি-তিরুবনন্তপুরম ট্রেনটিতে কোনও যাত্রী ছিলেন না। তাই এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে এই দুর্ঘটনার ফলে দেরিতে চলছে বেশ কিছু ট্রেন। সময় বদল করা হয়েছে কিছু দূরপাল্লার ট্রেনের।

দুর্ঘটনাগ্রস্ত কোচগুলিকে রেলের পক্ষ থেকে দ্রুত সরানোর কাজ চলছে। গত ২ রা জুন সারা বিশ্ব সাক্ষী থেকেছে ভারতের অন্যতম বড় রেল দুর্ঘটনার। সেদিন উড়িষ্যার বালেশ্বরের কাছে লাইনচ্যুত হয় কলকাতা থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। এই ট্রেন দুর্ঘটনায় নিহত হন ২৯২ জন। আহতের সংখ্যা দাঁড়ায় প্রায় হাজারে।

You May Also Like