খুলে গেল সিকিমের ১০ নং জাতীয় সড়ক

1 min read

অবশেষে চারদিন পর বুধবার থেকে শুরু হল শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পং রুটে সরাসরি ভাবে যান চলাচল। সিকিমের লাইফলাইন হিসেবে পরিচিত ১০ নম্বর জাতীয় সড়কের শ্বেতিঝোরায় বিরাট ধসের কারণে কদিন সমস্ত গাড়ি ঘুরপথে চলাচল করছিল।যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে রাস্তা মেরামত করা হয়েছে।

এই কদিন জাতীয় সড়ক বন্ধ থাকায় শিলিগুড়ি ও গ্যাংটকের যান চলাচল করেছে গরুবাথান-লাভা পথে। কিছু গাড়িকে তিস্তাবাজার-পেশক-কার্সিয়ং দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। পেলিং-শিলিগুড়ি পথে গাড়িগুলি চলাচল করেছে দার্জিলিং-লেবং দিয়ে। গাড়ি ঘুরপথে চলায় বাড়তি টাকা গুনতে হচ্ছিল সকল যাত্রীদের। জাতীয় সড়ক বন্ধ থাকায় চিন্তায় পড়েছিলেন পর্যটন ব্যবসায়ীরাও এবং অবশেষ জাতীয় সড়ক খুলে যাওয়ায় পর্যটক থেকে পর্যটন ব্যাবসায়ী সকলেরই স্বস্তি।

You May Also Like