নিয়োগ দুর্নীতি নিয়ে নয়া তথ্য ইডির তরফে

1 min read

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নয়া নাম কুন্তল ঘোষ৷ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জেরা করে উঠে আসে হুগলি জেলার যুবতৃণমূল নেতা কুন্তলের নাম৷

এবার চিনার পার্কের কাছেই অভিজাত বহুতল আবাসনে কুন্তল ঘোষের সঙ্গে যোগসূত্রে আরও একটি ফ্ল্যাট এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর নজরে। ইডি সূত্রে খবর, ওই ফ্ল্যাটই নাকি নিয়োগ দুর্নীতির অন্যতম ‘যন্তরমন্তর ঘর’। ওই ফ্ল্যাটের ঘরে বসেই হয়েছিল নিয়োগ দুর্নীতির বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা৷

তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধিকারিকেরা মনে করছেন, কুন্তলের নিউ টাউনের ওই ফ্ল্যাটেই চাকরিপ্রার্থীদের ‘মগজধোলাই’-এর পরিকল্পনা করা হয়েছিল। গত শুক্রবার সকাল থেকেই চিনার পার্কের ওই আবাসনের দু’টি ফ্ল্যাটে একসঙ্গে হানা দিয়ে তল্লাশি চালায় ইডির দু’টি দল। সেই দুটি ফ্ল্যাটের মধ্যে একটি থেকে উদ্ধার হয়েছে একাধিক নথি। উদ্ধার হয়েছে একটি নোটবুকও। ওই ফ্ল্যাটে শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের সঙ্গে সরাসরি টাকার লেনদেন হয়েছিল কি না, তাও খতিয়ে দেখছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা৷

You May Also Like