SUV-র স্পেশাল এডিশন Magnite GEZA লঞ্চ করল Nissan

1 min read

SUV-র স্পেশাল এডিশন Magnite GEZA লঞ্চ করল Nissan। থিয়েটারের মিউজিক্যাল থিম দ্বারা অনুপ্রাণিত এই স্পেশাল এডিশন । একটি মাত্র কালার রেঞ্জে উপলব্ধ GEZA দেশব্যাপী Nissan-এর সমস্ত শো-রুমে ১১,০০০ টাকায় বুক করা যেতে পারে এবং যার প্রারম্ভিক মূল্য ৭,৩৯,০০০টাকা।

১৯ মে থেকে এই বুকিং ওপেন রয়েছে। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে অফলাইন-অনলাইন পেমেন্ট বিকল্পও রয়েছে। গ্রাহকরা  নিসান সার্ভিস হাব বা নিসান সার্ভিস কস্ট  ক্যালকুলেটরের মাধ্যমে অনলাইনে বুক করতে পারবেন। ২০২০ সালের ডিসেম্বরে লঞ্চ হওয়ার পর থেকে Magnite ভারতের B-SUV সেগমেন্টের সবচেয়ে পছন্দের গাড়ি হয়ে উঠেছে।  Magnite GEZA স্পেশাল এডিশনে কিছু সেনসেটিভ বৈশিষ্ট্য যোগ করা হয়েছে।

যেমন- হাই-রেজোলিউশনের ২২.৮৬cm /৯ ইঞ্চির টাচস্ক্রিন, ওয়্যারলেস সংযোগ সহ Android CarPlay, প্রিমিয়াম JBL স্পিকার, অ্যাপ কনট্রোলের মাধ্যমে অ্যাম্বিয়েন্ট লাইটিং, হাঙ্গর ফিন অ্যান্টেনা প্রভৃতি। এছাড়াও নিরাপত্তার কথা মাথায় রেখে সম্প্রতি BS6 ফেজ 2-এ রূপান্তরিত করার পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা বৈশিষ্ট্যের সাথে  ম্যাগনাইটকে আপগ্রেড করেছে Nissan। এই নিরাপত্তা বৈশিষ্ট্য গুলি হল- ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম / ESP, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম /TCS এবং হিল স্টার্ট অ্যাসিস্ট / HSA।

You May Also Like