নিসান ইন্ডিয়ার ডোমেস্টিক হোলসেল ২৮১৬ ইউনিট

1 min read

চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত নিসান ইন্ডিয়া, নিসান এবং ড্যাটসন রেঞ্জের জন্য ২,৮১৬টি গাড়ির উপর ডোমেস্টিক হোলসেল অর্জন করেছে। গাড়ি রপ্তানিতে নিসান ইন্ডিয়া ৫৯০০ ইউনিট পেয়েছে। ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত নিসান ইন্ডিয়া প্রায় ২১১টিরও বেশি গাড়ি রপ্তানি করেছে। রপ্তানিতে, নিসান ইন্ডিয়া গত বছরের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথমার্ধে ১৮,৬০৮ ইউনিট বিক্রি করেছে।

নতুন নিসান ম্যাগনাইট-এর রক্ষণাবেক্ষণের খরচ খুবই কম। কিলোমিটারে মাত্র ৩০ পয়সা। নিসানের গ্রাহকরা নিসান সার্ভিস হাব বা নিসান কানেক্টের সাহায্যে নিসান সার্ভিস কস্ট ক্যালকুলেটরের মাধ্যমে অনলাইনেও গাড়ি সার্ভিসিং-এর জন্য বুক করতে পারেন। এমনকি গাড়ি সার্ভিসিং করতে কত খরচ পড়বে তাও গ্রাহকরা অনলাইনে পরীক্ষা করতে পারবেন।

নিসান মোটর ইন্ডিয়া লিমিটেডর ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব বলেন, এই উৎসবের মরসুমে নতুন নিসান ম্যাগনাইটের জন্য আমরা গ্রাকদের কাছ থেকে খুবই ইতিবাচক সাড়া পাচ্ছি। এরই মধ্যে নিসান ম্যাগনাইটের জন্য দেশব্যাপী প্রায় ৬৫,০০০এরও বেশি বুকিং এসেছে।

You May Also Like