শুরু হল ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে

1 min read

ফিরে এল ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে স্পেশালস। এটি বিগ বিলিয়ন ডে-এর অষ্টম সংস্করণ। ২০১৯ সাল থেকে এই দ্য বিগ বিলিয়ন ডেজ শুরু করে ফ্লিপকার্ট। এই বিগ বিলিয়ন ডে স্পেশাল ১২০টি পণ্যের একটি জনপ্রিয় ক্যাটাগরিতে বিস্তৃত। বিগ ফ্যাশন, ইলেকট্রনিক্স, মোবাইল ফোন, বড় যন্ত্রপাতি, পারসোনাল কেয়ার, হস্তশিল্প জুড়ে নেতৃস্থানীয় ব্র্যান্ড এবং বলিউড সেলিব্রেটিদের সঙ্গে যৌথ উদ্যোগে ‘বিগ বিলিয়ন ডে স্পেশালস’ তৈরি করেছে ফ্লিপকার্ট। উল্লেখ্য, এই পণ্যগুলি  ভারতের শীর্ষস্থানীয় অডিও এবং টেক ব্র্যান্ড BoAt দ্বারা পরিচালিত। যা ৩ থেকে ১০ অক্টোবরের মধ্যে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ-এর অষ্টম সংস্করণে পাওয়া যাবে। ফ্লিপকার্টের উদ্দেশ্যে হল, ব্র্যান্ড এবং ভোক্তাদের পরষ্পরের কছে এনে তার ব্যবসাকে শক্তিশালী করা।

২০১৯ সাল থেকে দ্য বিগ বিলিয়ন ডেজের যাত্রা শুরু। সেই থেকে বর্তমান সংস্করণ পর্যন্ত ফ্লিপকার্টের এই বিশেষ প্রোগ্রামটি প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। ফ্লিপকার্টের ভাইস-প্রেসিডেন্ট নন্দিতা সিনহা বলেন, ২০১৯ সালে বিগ বিলিয়ন ডে স্পেশাল চালু হওয়ার পর থেকে, অষ্টম সংস্করণ পর্যন্ত এটি একটি অন্যতম জনপ্রিয় অফার হয়ে উঠেছে। তিনি আশা প্রকাশ করেন, এই বিশেষ সংস্করণের পণ্যগুলি ফ্লিপকার্টের নতুন গ্রাহকদের পচ্ছন্দ হবে।

You May Also Like