অক্টোবরে নিসানের ১০,০১১ টি গাড়ির হোলসেল রেজিস্টার

1 min read

২০২২ সালের অক্টোবরে নিসান মোটর ইন্ডিয়া ১০,০১১ টি গাড়ির হোলসেল রেজিস্টার করেছে।  যার মধ্যে  ডোমেসটিক হোলসেল রয়েছে ৩০৬১ ইউনিট এবং এক্সর্পোট হোলসেল রয়েছে ৬৯৫০ ইউনিট।  এর থেকেই বোঝা যায় একই সময়ে নিসান মোটরের ক্রমবর্ধমান হোলসেল ওয়াইটিডি গত বছরের তুলনায় ২২% বৃদ্ধি পেয়েছে। 

২০২০ সালের ডিসেম্বরে লঞ্চ হয় নিসান ম্যাগনাইট। বর্তমানে যার প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য ৫.৯৭ লাখ টাকা। এটি জাপানে  ডিজাইন করা হয়েছে এবং ভারতে তৈরি হয়েছে। যা নিসান ইন্ডিয়ার ‘মেক-ইন-ইন্ডিয়া’-র ম্যানুফ্যাকচারিংয়ের প্রতীক।  এই নিসান ম্যাগনাইট হল বি-এসইউভি সেগমেন্টে গাড়ি। চলতি বছরে যা এক লাখের বেশি বুকিং পেয়েছে। উল্লেখ্য, চলতি বছরের জুলাইতে নিসান ম্যাগনাইটের রেড এডিশন লঞ্চ করেছে। যার দাম ৭.৮৬ লাখ টাকা।  

নিসান মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব বলেন,  আমরা আত্মবিশ্বাসী যে অর্থনৈতিক উন্নয়নের সাথে নিসান গাড়ির চাহিদাও বৃদ্ধি পাবে।

You May Also Like