একটি দুই নয়, একাধিক গ্রহাণু বড় গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে

1 min read

সম্প্রতি বেশ কিছু গ্রহাণু, প্রায় পৃথিবীর গা ঘেষে বেরিয়েছে। চলতি বছর বেশ কয়েকটি গ্রহাণু ধেয়ে এসেছে পৃথিবীর দিকে। এবার আবার একবার পৃথিবীর দিকে ধেয়ে আসছে বড় গ্রহাণু। জাগছে আশঙ্কা কতটা প্রভাব পড়তে পারে এবার?

কোনওটি আকারে বুর্জ খলিফার চেয়েও বড়। কোনওটি আবার তাজমহলের সমান। একটি নয়, একের পর এক গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। তেমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা।

সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটি গ্রহাণু পৃথিবীর কান ঘেষে বেরিয়ে গিয়েছে। পৃথিবীর কাছে চলে আসা সেই সকল গ্রহাণুর তালিকায় এবার যোগ হতে চলেছে আরও বেশ কয়েকটি গ্রহাণুর নাম।

তার মধ্যে একটি গ্রহাণু লম্বায় প্রায় ১৯ মিটার লম্বা। এর গতিও তীব্র। প্রতি সেকেন্ডে প্রায় ৯ কিলোমিটার গতিতে ধেয়ে আসবে এটি৷

বিজ্ঞানীরা জানাচ্ছেন, অপর একটি গ্রহাণুর আকার আবার ৮৪ মিটার পর্যন্ত হতে পারে৷ আবার কয়েকটি ১.৩ কিলোমিটার পর্যন্ত লম্বা হতে পারে বলে অনুমান।

নাসা জানাচ্ছে, আগামী ডিসেম্বরেই পৃথিবীর দিকে ধেয়ে আসতে চলেছে আইফেল টাওয়ারের মতো বৃহদাকার এক গ্রহাণু!  2018 AH গ্রহাণুটি আকারে তাজমহলের থেকেও বড়। আগামী ২৭ ডিসেম্বর পৃথিবীর খুব কাছ দিয়ে বেরিয়ে যাবে এটি।

অন্যদিকে 2017 AE32017 AE3 গ্রহাণুটি আগামী ২৯ ডিসেম্বর আমাদের নীলগ্রহ থেকে ৩১ লক্ষ কিলোমিটার দূরত্ব দিয়ে বেরিয়ে যাবে। সংখ্যার হিসাবে মনে হতে পারে এই দূরত্ব অনেকখানি৷ কিন্তু আদৌ তা নয়৷

মহাকাশবিজ্ঞানের পরিভাষায়, ‘কাছাকাছির’ পরিমাপ অনেকটাই বেশি। কারণ পৃথিবী থেকে ১৯.৪ কোটি কিলোমিটার দূরত্ব পর্যন্ত যে কোনও গ্রহাণু বা অন্য সৌরজাগতিক বস্তুকে পৃথিবীর নিকটবর্তী বস্তু হিসাবেই বিবেচনা করা হয়ে থাকে৷ ফলে, গা ঘেঁষে বললে মোটেও অত্যুক্তি হবে না৷

You May Also Like