এবার এক নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে

1 min read

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। তবে এবার ডিআরডিও একটি বড় উদ্যোগ নিল দীঘার জন্য। উড়িষ্যা উপকূলের পর এখন বাংলার উপকূলবর্তী এলাকা নজরে রয়েছে ডিআরডিও-এর।

DRDO মিসাইল উৎক্ষেপণের জন্য এতদিন পর্যন্ত ভরসা রাখত উড়িষ্যা উপকূলে। তবে সূত্রের খবর, DRDO এবার মিসাইল উৎক্ষেপণ করতে পারে পূর্ব মেদিনীপুর থেকে। ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফেব্রুয়ারি মাসে এই কাজ করতে পারে।

মিসাইল ছোঁড়া হবে কাঁথির জুনপুট উপকূলে নির্মিত ঘাঁটি থেকে। এই বিষয়ে জেলাশাসক জানিয়েছেন, রাজ্য সরকারের তরফ থেকে এই ঘাঁটি তৈরি করার জন্য জমি দেওয়া হয়েছে ডিআরডিও-কে। অন্যদিকে, আরও একটি রকেট ছোঁড়া হবে ওড়িশার বালাসোর থেকে।

You May Also Like