আসামের জোড়হাটে,অয়েল ইন্ডিয়া লিমিটেডের প্রথম ১০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রীন হাইড্রোজেন প্ল্যান্ট

1 min read

অয়েল ইন্ডিয়া লিমিটেড আসামের জোরহাটে সবুজ হাইড্রোজেন তৈরির জন্য একটি প্ল্যান্ট স্থাপন করছে।

কোম্পানি জানিয়েছে যে,” জোরহাটে তারা তাদের পাম্প স্টেশন-৩-এ ১০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে।”

কোম্পানি্র একটি বিবৃতিতে বলা হয়েছে,”আসামের প্ল্যান্টটি এইএম প্রযুক্তি ব্যবহার করে সবুজ হাইড্রোজেন তৈরি করবে, যা দেশের প্রথম এই ধরণের প্রকল্প ।”

প্রকল্পের ‘ভূমিপূজন’ উপলক্ষে ডিরেক্টর(অপারেশনস)পঙ্কজ কুমার গোস্বামী বলেন, বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে উৎপাদিত হাইড্রোজেন গ্যাসের সঙ্গে,প্রাকৃতিক গ্যাসের  মিশ্রণ করা হবে।

শক্তির পরিচ্ছন্ন রূপ হিসাবে বিবেচিত হাইড্রোজেন,ক্রমবর্ধমান শক্তির চাহিদা পূরণের জন্য বিশ্বজুড়ে সর্বশেষ ফোকাস এলাকা হচ্ছে। সবুজ হাইড্রোজেন- জলের ইলেক্ট্রোলাইসিস থেকে তৈরি হয় হাইড্রোজেন।

বায়োমাস-ভিত্তিক হাইড্রোজেন উৎপাদন প্রযুক্তিগুলিও সবুজ বিভাগের অধীনে যোগ্যতা অর্জন করে। সরকার দেশের জন্য একটি হাইড্রোজেন রোডম্যাপ হিসেবে ২০২১-২২ কেন্দ্রীয় বাজেটে জাতীয় হাইড্রোজেন মিশন প্রস্তাব করেছে।

You May Also Like