ফের একবার ব্রিটেন ফেরত করোনা আক্রান্ত এলো কলকাতায়

1 min read

ধীরে ধীরে আতঙ্ক বাড়াচ্ছে দেশের বাড়তে থাকা ওমিক্রনের সংখ্যা৷ নতুন করে চিন্তা বাড়ছে এই সংক্রমণ নিয়ে৷ এই ওমিক্রন আতঙ্কের মাঝেই কলকাতায় চাঞ্চল্য৷ কলকাতা বিমানবন্দরে করোনা আক্রান্ত ব্রিটেন ফেরত রোগিনী৷ ওই রোগিনী আলিপুরের বাসিন্দা৷ করোনা রিপোর্ট পজেটিভ আসার পরেই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷ 

স্বাস্থ্যদফতরের তরফে ইতিমধ্যেই বিধিনিষেধ জারি করা হয়েছে যে, ওমিক্রনের প্রভাব যে সকল দেশে ছড়িয়ে পড়েছে, সেই সব দেশ থেকে আগত যাত্রীদের কলকাতা বিমানবন্দরেই কোভিড টেস্ট করা হবে৷ সেই টেস্ট করতে গিয়েই এই প্রথম কলকাতায় কোনও বিদেশ ফেরত যাত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলল৷ ১৮ বছরের ওই তরুণীর করোনা রিপোর্ট পজেটিভ হওয়ার পরেই তাঁকে স্বাস্থ্য দফতর ও বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বেলেঘাটা আইডি হাসপাতালে আসার পরামর্শ দেওয়া হয়েছে৷ পাশাপাশি এও বলা হয়েছে ব্রিটেন ফেরত ওই তরণীর নুমনা প্রথমে ট্রপিকাল মেডিক্যালে পাঠানো হবে৷ সেই নমুনা থেকে ডিএনএ-আরএনএ নিয়ে তা পরীক্ষার জন্য কল্যাণীতে পাঠানো হবে৷ 

ওই তরুণীকে কোথায় ভর্তি করা হবে, তা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা চলছে৷ তাঁকে বেলেঘাটা আইডি-তে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হলেও, তিনি সেখানে যেতে ততটা আগ্রহী নন বলে জানা গিয়েছে৷ অন্যদিকে স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়েছে, ওমিক্রন আক্রান্ত দেশ থেকে কোনও যাত্রী করোনা আক্রান্ত হলে, তাঁকে বেলেঘাটা আইডি-তে পাঠানো হবে৷ সেখানে ওমিক্রন আক্রান্তদের জন্য দুটি ওয়ার্ড তৈরি রাখা হয়েছে৷ ২৫ বেডের মেল ও ২৫ বেডের মেল ওয়ার্ড রয়েছে৷ তবে ওই রোগিনী বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চান কিনা, তা নিয়ে আলোচনা চলছে৷ তবে করোনা আক্রান্ত ওই তরুণী আপাতত আইসোলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে৷ 

You May Also Like