বুকে ব্যথা নিয়ে ফের হাসপাতালে ভর্তি অনুব্রত মণ্ডল

0 min read

বারংবার অসুস্থ হয়ে পড়েছেন তিনি। ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে, বুধবার রাত থেকেই অনুব্রত মণ্ডল বুকে ব্যথা অনুভব করেন। এরপরেই তিনি তাঁর চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অনুব্রত মণ্ডলকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

ভোট পরবর্তী হিংসা বা গরু পাচার চক্রের জন্য একাধিবার সিবিআই হাজিরা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু প্রতিবার তিনি এড়িয়ে যান। এপ্রিলের শুরুর দিকে বোলপুর থেকে সিবিআই দফতরে হাজিরা দিতে আসার সময় আচমকাই তিনি এসএসকেএম হাসপাতালে চলে যান। সেখানেই চিকিৎসা শুরু হয়। তাঁর একাধিক রোগ দেখা দেয়। হৃদরোগ দেখা দেয়। সম্প্রতি চিকিৎসার পর বাড়ি ফেরেন অনুব্রত।

অনুব্রত মণ্ডলের বাড়ি ফেরার একদিনের মধ্যেই সিবিআইয়ের তরফে গরুপাচার কাণ্ড ও ভোট পরবর্তী হিংসা মামলায় হাজিরার নির্দেশ দেয়। সেই সময় অনুব্রত মণ্ডল জানিয়ে দেন, তিনি অসুস্থ। চিকিৎসকরা তাঁকে চার সপ্তাহের বেড রেস্টের পরামর্শ দিয়েছেন। এই সময় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর পক্ষে সিবিআই দফতরে হাজিরা দেওয়া সম্ভব নয়। পাশাপাশি তাঁর পক্ষ থেকে মেডিক্যাল সমস্ত রিপোর্ট সিবিআই দফতরে মেল মারফত জমা দেওয়া হয়।

সম্প্রতি সিববিআই দফতরের তরফে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতির ভোটার কার্ড, আধার কার্ড ও প্যান কার্ড এবং পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু অনুব্রত মণ্ডলের পক্ষ থেকে সাফ জানানো হয়, তাঁর কাছে কোনও পাসপোর্ট নেই। মূলত, অনুব্রত মণ্ডলের বিদেশ যাওয়া আটকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সিবিআইয়ের পক্ষ থেকে। সিবিআই তলবের পরেই অনুব্রত মণ্ডলের হাসপাতালে ভর্তি নিয়ে বিস্তর জলঘোলা হয়। রাজনৈতিক নেতা থেকে নেটিজেনদের বিদ্রুপের স্বীকার হন অনুব্রত মণ্ডল। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন, পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে অনুব্রত মণ্ডল খুন হয়ে যেতে পারেন।

You May Also Like