একের পর এক তলব বাতিল করে হাজিরা না দেওয়ায় কল্যাণময়কে তুলে নিয়ে এল সিবিআই

1 min read

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় তৎপরতার সাথে কাজ করছে সিবিআই। এবার দুর্নীতি মামলায় সিবিআই-এর নজরে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার সকালে এসএসসি-র নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিং-এর বাড়ি এবং মধ্যশিক্ষা পর্ষদের দফতরে হানা দেয় সিবিআই।

বিকেলে তদন্তকারীরা পৌঁছলেন লেকটাউনের কদাপাড়ায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। সেখান থেকে পর্ষদ সভাপতিকে সঙ্গে নিয়ে ফের মধ্যশিক্ষা পর্ষদের দফতরে এল সিবিআই। সূত্রের খবর, পর্ষদ দফতরেই কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারী অফিসাররা৷ বেশ কিছু অসঙ্গতির বিষয়ে প্রশ্ন করা হবে তাঁকে৷

সিবিআই সূত্রে খবর, এদিন একাধিক বার ফোন করে পর্ষদ সভাপতিকে ডেকে পাঠানো হয়৷ কিন্তু, তদন্তকারীদের ডাকে তিনি সাড়া দেননি৷ এর পর এদিক বিকেল ৪টে নাগাদ মধ্যশিক্ষা পর্ষদের দফতর ডিরোজিও ভবন থেকে বেরিয়ে কল্যাণময়ের বাড়িতে যান সিবিআইয়ের ৫ অফিসার৷ সেখানে প্রায় ৩০ মিনিট পর্ষদ সভাপতির সঙ্গে কথা বলার পর তাঁকে নিয়ে ফেরেম মধ্যশিক্ষা পর্ষদের দফতরে৷ কী ভাবে দুর্নীতি হয়েছিল? কাদের নির্দেশে অযোগ্যদের নিয়োগপত্র দেওয়া হয়েছিল, পর্ষদ সভাপতির কাছ থেকে তা জানতে চাইবেন গোয়েন্দারা৷

কলকাতা হাইকোর্টের নিযুক্ত বিচারপতি বাগ কমিটির রিপোর্ট অনুসারে শিক্ষক পদে অযোগ্যদের নিয়োগের পিছনে যেঅসাধু চক্র কাজ করেছে, তার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন কল্যাণময়৷ শান্তিপ্রসাদ সিনহার নির্দেশে অযোগ্য প্রার্থীদের জন্য নিয়োগপত্র তৈরি করতেন তিনি। তার পর সেটা শান্তিপ্রসাদের হাতে তুলে দিতেন। সেখান থেকে নিয়োগপত্র পৌঁছত জেলায় জেলায়।

You May Also Like