আরও এক মামলা, তিন তিনটি মামলা দায়ের হলো পুজোর অনুদানের বিরোধিতায়

0 min read

পূর্ব অনুমানকে সত্যি করে, চলতি বছর বাড়ানো হয় পুজোর অনুদান। আগের থেকে দশ হাজার টাকা অনুদান বাড়ানো হয়। রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু এই ঘোষণার পরেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। বুধবার পর্যন্ত দুটি মামলা দায়ের হয়েছিল। আরও একটি মামলা করা হয়েছে আদালতে। অর্থাৎ মোট তিনটি মামলা দায়ের হল এই ইস্যুতে।

আগের দুটি মামলার মধ্যে একটিতে প্রশ্ন তোলা হয়েছিল, দুর্গাপুজোয় সরকারি টাকা কেন দেওয়া হবে। ওপর মামলাতে দাবি করা হয় এই সিদ্ধান্তে প্রায় ৩০০ কোটি টাকার বেশি খরচ হবে রাজকোষ থেকে।

এবার তৃতীয় মামলায় প্রশ্ন করা হয়েছে, মহার্ঘ ভাতা না দিয়ে কেন অনুদান দেওয়া হচ্ছে? আসলে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা ৩ মাসের মধ্যে মিটিয়ে দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

কিন্তু সময়সীমার আড়াই মাসের মাথায় এই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। মামলাকারীদের অভিযোগ, সরকার ডিএ দিতে ঢিলেমি করছে। তাই অনুদান ঘোষণা করার পরেই স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠে আসে যে, ডিএ যখন দিতে পারছে না সরকার তাহলে পুজোর অনুদান কী ভাবে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, অনুদানের পাশাপাশি বিদ্যুৎ বিলেও মিলবে ছাড়, এমনও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বিদ্যুৎ বিলে যেন ৬০ শতাংশ ছাড় দেওয়া হয় সেই অনুরোধ কলকাতা এবং স্টেট ইলেক্ট্রিসিটি বোর্ডকে করা হয়েছে, জানান তিনি। এই বিষয়ে বিরোধীদের অবশ্য বক্তব্য, সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই ভোটে টানতে এই সিদ্ধান্ত।

You May Also Like