বড় মন্তব্য বিরোধী দলনেতার

1 min read

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘাটালের তৃণমূল সাংসদ দেবের তিনটি সরকারি কমিটি থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই সরগরম হয়ে রয়েছে রাজ্য রাজনীতি।

বিজেপির দাবি, দুর্নীতি ঢাকতেই তড়িঘড়ি ইস্তফা দিয়েছেন‌ দেব। এমনকি দেব তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান দিলেও সেটা আশ্চর্যের হবেনা বলে জানাচ্ছেন অনেকে। এসবের মধ্যেই বড় প্রতিক্রিয়া দিলেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।

পদত্যাগ প্রসঙ্গে খড়্গপুরে বিজেপি বিধায়ক হিরণের মতে, রাজনীতি কোনও পার্টটাইম জব নয়। অমিতাভ বচ্চনও দুই প্রফেশন একসাথে সামলাতে পারেননি। রাজনীতি করতে হলে তাকে দিনের ২৪ ঘন্টা সাধারণ মানুষের পেছনেই দিতে হবে। একই সাথে হিরণ এটাও বলেছেন, দেবের সাথে তার কোনও ব্যক্তিগত বিরোধীতা নেই।

You May Also Like