শাহজাহানের বিরুদ্ধে বড় অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার

1 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে তৃণমূল নেতা শেখ শাহজাহান নিয়ে এখন তোলপাড় রাজ্য-রাজনীতি।

রেশন দুর্নীতি মামলায় শাহজাহানের বাড়িতে ইডির অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। এরই মধ্যে শাসকদলের এই নেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

বিরোধী দলনেতার অভিযোগ, ২০১৯ সালে ৬ জুন সন্দেশখালিতে খুন হন ৩ বিজেপি কর্মী। দলের সেই কর্মীদের খুনে মূল অভিযুক্ত হওয়া সত্ত্বেও পুলিশ শাহজাহানকে ছাড় দিয়েছে। এবার ওই নিহত বিজেপি কর্মীদের পরিবারের হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু। রাজ্য পুলিশের চার্জশিট চ্যালেঞ্জ করে সিবিআই কিংবা এনআইএ তদন্ত চেয়ে মামলা দায়ের করেছেন শুভেন্দু।

You May Also Like