রক্তদান শিবির করে কোচবিহার শহরে যেকোনো রোগীর রক্তের কার্ডের ব্যবস্থা করে চলেছেন কোতোয়ালি থানার আইসি

1 min read

কোচবিহার: কোচবিহার জেলার রক্ত সংকট দূর করতে এবার সাধারণ মানুষের পাশে দেখতে পাওয়া গেল কোতোয়ালি থানার আইসি অমিতাভ দাশকে। রক্ত সংকট বহুদিন থেকেই সমস্যায় ভুগছেন কোচবিহারের সাধারন মানুষ। এবার তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কোতোয়ালি থানার আইসি। হাসপাতালে চিকিতসা করতে আসা সাধারণ মানুষের রক্তের সমস্যায় পড়লে কোতোয়ালি থানায় যোগাযোগ করলে তারা রক্তের কার্ড দেওয়ার ব্যবস্থা করবেন।

রোগীদের রক্তের যোগান দিতেকোচবিহারের বিভিন্ন অঞ্চলে রক্তদান শিবির আয়োজন করে যাচ্ছেন কোতোয়ালি থানার পক্ষ থেকে। তারই উদ্যোগে আজ কোচবিহারের দেওয়ানহাটের সবজি বাজারে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সুচিস্মিতা দেবশর্মা, দিনহাটা অঞ্চলের প্রধান সহ একাধিক নেতৃত্ব।
তাদের এই উদ্যোগে এখানে থেকে প্রায় ১০০ জন ব্যক্তির রক্ত দান করেন জানা যায়।

এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ বাবু বলেন, কোতোয়ালি থানার উদ্যোগে এবং দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের সহায়তায় দেওয়ানহাট সবজি বাজারে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
রক্তদান মহৎ দান। এই রক্তদানের মাধ্যমে চিকিৎসা করতে আসা মূমুর্ষ রোগী এবং থ্যালাসেমিয়া রোগীদের রক্তের প্রয়োজন সেইসব মানুষ খুবই দ্রুত উপকৃত হবেন।

রক্তদান জীবন দান। রক্তের প্রয়োজন প্রতিনিয়ত হয়ে থাকে। কিন্তু গত দু’বছর ধরে সারা ভারতবর্ষে সাথে সাথে আমরা কোচবিহার শহরের মানুষ প্যানডেমিক পরিস্থিতির উপর দাঁড়িয়ে আছেন। এই পরিস্থিতি রক্তর একটা সংকট দেখা দিয়েছে কোচবিহার জেলাতেও। তাই কোতোয়ালি থানার উদ্যোগে এমন এক পরিস্থিতি রক্তের যোগান আশায় অনেকটাই উপকৃত হবেন সাধারণ মানুষ।

You May Also Like