শিলিগুড়িতে পালিত হল ‘দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস’

1 min read

আজ দেশজুড়ে পালন করা হচ্ছে ‘দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস’ (Partition Horrors Remembrance Day)। দেশভাগের যন্ত্রণার স্মৃতি মনে করাতেই কেন্দ্রের তরফে এই দিনটি পালন করার কথা ঘোষণা করা হয়। আর এই দেশভাগের ইতিহাস স্মরণ করাতে শিলিগুড়ির জংশন রেল স্টেশনে আয়োজিত হলো প্রদর্শনী।

১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভ করে। সেদিন অবিভক্ত ভারতবর্ষকে ভাগ করে তৈরি হয় ভারত ও পাকিস্তান। দেশভাগের সময় ঘর ছাড়া হন বহু মানুষ। ধর্মীয় ভেদাভেদ, মহিলাদের ওপর অত্যাচার, ধন সম্পতি লুট করা হয়। অত্যাচারের ভয়ে ভিটে মাটি ছেড়ে রাতারাতি পায়ে হেটে সীমান্ত পেরিয়ে উদবাস্তু হয়ে ভারতে আশ্রয় নেয় বহু মানুষ।সেই দিনগুলির কথা কখনও ভোলার নয়। এই ইতিহাস এখনও অনেকের অজানা। তাই সেই সময়কালের ইতিহাস সকলের সামনে তুলে ধরতে উদ্যেগী হয় কেন্দ্র সরকার।১৪ই আগস্ট ‘দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস’ হিসেবে পালনের কথা ঘোষণা করা হয়। সেই কারনে দেশের গুরুত্বপূর্ণ রেল স্টেশন গুলিকে বেছে নেওয়া হয় দেশভাগের ইতিহাস প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরতে। কাঠিয়ার ডিভিশনের ছয়টি স্টেশনকে বেছে নেওয়া হয়েছে প্রদর্শনীর জন্য। তারমধ্যে রয়েছে এনজেপি ও শিলিগুড়ি জংশন স্টেশন।সোমবার শিলিগুড়ি জংশন স্টেশনে ‘দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস’ পালন করা হলো। এদিন দেশভাগের সময়কালের একাধিক ছবির মধ্য দিয়ে তুলে ধরা হয় সেই ভয়াবহ দিনগুলি।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত হন সেই সময়কার অত্যাচারের সাক্ষী দুই নাগরিক দুলালি পোদ্দার ও অপর্না বিশ্বাস। এদিন সেইসব ভয়ঙ্কর দিনের স্মৃতিচারণ করেন তারা।উপস্থিত ছিলেন এনজেপি স্টেশনের এপিও সন্তোষ কুমার দত্ত সহ অন্যান্যরা।

You May Also Like