১৭ তম জি২০তে যোগ দিতে বালিতে প্রধানমন্ত্রী

1 min read

১৭ তম জি২০ সম্মেলনে যোগদান করতে তিনদিনের সফরে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে গেলেন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি। বালি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ঐতিহ্যবাহী বালিনিজ স্টাইলে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এই জি২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণে গুরুত্ব পায় খাদ্য ও শক্তি নিরাপত্তা।  ১৬ নভেম্বর  ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকোউইডোডো প্রতীকীভাবে প্রধানমন্ত্রী মোদীর কাছে জি২০ প্রেসিডেন্সি হস্তান্তর করবেন।

বালিতে অনুষ্ঠিত  তিনদিনের এই  জি২০ শীর্ষ সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খাদ্য ও শক্তি সুরক্ষা বিষয়ক অধিবেশনে যোগদান করেন।  এখানে ভাষণ দিতে গিয়ে তিনি গ্লোবাল সাউথে একটি মসৃণ শক্তি পরিবর্তনের জন্য সাশ্রয়ী মূল্যের অর্থায়নের প্রয়োজনীয়তার মাধ্যমে উন্নয়নশীল বিশ্বের উদ্বেগের কথা তুলে ধরেন।

এই জি২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি ভারতের শক্তি নিরাপত্তাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেন। বিশেষ করে এনার্জি সিকিউরিটির ওপর জোর দেন। তিনি বলেন, ২০৩০ সাল নাগাদ ভারত তার অর্ধেক বিদ্যুত, পুনর্নবীকরণযোগ্য উত্স থেকে তৈরি করবে।  উল্লেখ্য, তিনি বালিতে প্রায় ৮০০ জন ভারতীয়কে সম্বোধন করেন। যেখানে তিনি ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ককে তুলে ধরেন।

You May Also Like