পুজোর গাইড ম্যাপ ও গন্ডার মোড়ে ট্রাফিক ব্যবস্থার উদ্বোধন করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার

0 min read

বিভিন্ন সমাজ সেবামূলক অনুষ্ঠানের মাধ্যমে বুধবার রাজগঞ্জের গন্ডার মোড়ে ট্রাফিক বুথের করা হল উদ্বোধন। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন ফুলবাড়ি ট্রাফিক আউটপোস্টের তত্ত্বাবধানে ওই ট্রাফিক বুথ পরিচালিত হবে। ট্রাফিক বুথের উদ্বোধন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর।

জানা গিয়েছে, স্থানীয়রা দীর্ঘদিন থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে গন্ডার মোড়ে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার দাবি করে আসছিলেন। এরপর উদ্যোগী হয় শিলিগুড়ির পুলিশ কমিশনার। আজ সেই ট্রাফিক বুথের উদ্বোধন করা হয়। এছাড়া কবচ নামে একটি অ্যাপস চালু করা হয়। ওই অ্যাপস মোবাইলে ডাউনলোড করে রাখলে দুর্ঘটনার বিষয়ে তৎক্ষণাৎ পুলিশের কাছে নিজের লোকেশন সহ ঘটনাটা জানানো যাবে। এছাড়াও আজ শিলিগুড়ির দুর্গাপুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হয়।
এই কর্মসূচি ছাড়াও স্থানীয় কিছু পড়ুয়াদের স্কুল ব্যাগ, দুঃস্থ মানুষদের নতুন বস্ত্র, প্যাডেল ভ্যান চালকদের রিফ্লেক্টর জ্যাকেট, বাইক চালকদের হেলমেট ও সিভিক ভলান্টিয়ারদের ইউনিফর্ম দেওয়া হয়।

আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সি সুধাকর, এডিসিপি সুভেন্দ্র কুমার, ডিসিপি জয় টুডু, ডিসিপি ট্রাফিক অভিষেক গুপ্তা, এডিসিপি ট্রাফিক পূর্ণিমা শেরপা ও অন্যান্য পুলিশ আধিকারিক এবং বিধায়ক খগেশ্বর রায় সহ এলাকার জনপ্রতিনিধিরা।

You May Also Like