আশা কর্মীদের ওপর পুলিশী হেনস্থা, তার প্রতিবাদে পথ অবরোধ

1 min read

২০২৪ সালে কেন্দ্র বা রাজ্য তাদের পেশ করা কোনো বাজেটেই আশা কর্মীদের নিয়ে কোনো ভাবনা নেয়নি। ২৪ ঘন্টা কাজ করার পরেও মেলে সামান্য অর্থ,যা দিয়ে পরিবার চলানোই দায় হয়ে ওঠে। কেন তাদের নিয়ে ভাবা হচ্ছে না? এ বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে জানতে গেলে পুলিশী হেনস্থার মুখে পড়তে হয় আশা কর্মীদের।

কলকাতায় বেশ কয়েকজন আশা কর্মী এখনো পুলিশ হেফাজতে। আশা কর্মীদের ওপর এমন পুলিশী হেনস্থার প্রতিবাদে আন্দোলনে সরব হয় পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের দার্জিলিং জেলা কমিটি। এদিন সংগঠননের পক্ষ থেকে বাঘাযতীন পার্ক  থেকে মিছিল সংগঠিত করে হাসমিচকে এসে পথ অবরোধে সামিল হয় তারা।বাজেট পেপারও পোড়ানো হয়। দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় শহরজুড়ে।

সংগঠনের সভানেত্রী সরস্বতী মুখার্জি জানান,আশা কর্মীরা নিষ্ঠার সাথে লাগাতার তাদের পরিষেবা দিয়ে চললেও খুব সামান্য অর্থ মিলে সরকারের পক্ষ থেকে যা দিয়ে পরিবার চালানোই দায় হয়ে উঠে।অবিলম্বে কেন্দ্র বা রাজ্য সরকারের তাদের নিয়ে ভাবা উচিত, না হলে আশা কর্মীরা তাদের দাবি নিয়ে আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।

You May Also Like