নির্বাচন পূর্বে বড় মন্তব্য প্রশান্তর

1 min read

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে রয়েছে সন্দেশখালির ঘটনা। রাজ্য রাজনীতিতেও বেশ কিছুটা প্রভাব ফেলেছে এই ঘটনা। এবার এই ইস্যু নিয়েই আলোচনায় বসলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। উল্লেখ্য, ২০১৯ সালের নির্বাচনে তিনিই ছিলেন তৃণমূলের সহায়। তার কোম্পানি আইপ্যাকের সাহায্যেই বিজেপিকে মাত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একটি সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন, ‘মেক নো মিসটেক, BJP পশ্চিমবঙ্গে ভালো ফল করবেই। তা সে সন্দেশখালিকাণ্ড হোক বা না হোক। পশ্চিমবঙ্গে BJP এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক দল। ২০১৯ সালের থেকে বেশি বই কম আসন জিতবে না তারা। ফলে তৃণমূল কংগ্রেস নিজেদের গড় ধরে রাখতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ আছে।’

গত নির্বাচনে বাংলার ৪২টি আসনের মধ্যে ২২টি আসন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দখলে‌। যেখানে বিজেপি জয়লাভ করেছিল ১৮টি আসনে। বাম জোট শূণ্যতে আটকে থাকলেও কংগ্রেস পেয়েছিল ২টি‌।

You May Also Like